ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী শেখ সালমান

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফা। তিনি দেশটির বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার ছেলে। এর আগে বাহরাইনের সাবেক প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাবেক প্রধানমন্ত্রী খলিফা আল সালমান ১৯৭১ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।


বাহরাইন নিউজ এজেন্সির (বিএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এক রাজকীয় আদেশের মাধ্যমে তার পুত্র শেখ সালমানকে মন্ত্রিপরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেন। উচ্চশিক্ষিত শেখ সালমান বিন হামাদ আল খলিফা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে পড়াশোনা করেছেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।


এর আগে শেখ সালমান বিন হামাদ আল খলিফা বাহরাইনের প্রথম উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডারের দায়িত্বও পালন করে আসছিলেন তিনি।

ads

Our Facebook Page